নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় ওড়িশার কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর নাম জড়ালো। আর আজ আয়কর দপ্তর রাঁচীতে ধীরজ সাহুর বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। ফলে কংগ্রেস সাংসদের বাড়ি থেকে তিনটি ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে। এছাড়া মদ কারখানার এক শীর্ষ কর্তা বান্টি সাহুর বাড়ি থেকে উনিশটি ব্যাগ ভর্তি মোট ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে৷
সূত্রের খবর, আয়কর দপ্তরের একশো জন আধিকারিক ওড়িশার বোলাঙ্গির জেলার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। তল্লাশি চলাকালীন ১৭৬টি টাকা ভর্তি প্যাকেট উদ্ধার হয়েছে। এদিন যে টাকা উদ্ধার হয়েছে সেগুলি বোলাঙ্গির জেলার ব্যাঙ্কগুলিতে পাঠানো হবে। বোলাঙ্গির সহ তিতলাগড়েও টাকা গোনার কাজ চলছে।
Sponsored Ads
Display Your Ads Here
যেসব ব্যাংকে টাকা গোনার কাজ চলছে সেখানে জোরালো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ বোলাঙ্গিরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আঞ্চলিক ম্যানেজার ভগত বেহরা জানান, “দু’দিনের মধ্যে টাকা গোনার কাজ শেষ করার লক্ষ্য নিয়েছি। আপাতত পঞ্চাশ জন ব্যাঙ্ককর্মীকে এই কাজে লাগানো হয়েছে। আরো কর্মীদের এই কাজে লাগানো হবে।”
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, গত বুধবার থেকে ওড়িশা ও ঝাড়খণ্ডে আয়কর হানা চলছে। বৌধ জেলার একটি মদ কারখানার কাছে একটি জায়গায় এলাকাবাসীরা বিপুল পরিমাণ ছেঁড়া পাঁচশো টাকার নোট দেখতে পেয়ে পুলিশের কাছে খবর দেন। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই কারখানা থেকে প্রায় তিনশো কোটি টাকা উদ্ধার করেন। এই ঘটনার তদন্ত করতে গিয়ে ধীরজ সাহুর নাম উঠে আসে।
Sponsored Ads
Display Your Ads Here