চয়ন রায়ঃ কলকাতাঃ গত শুক্রবার ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের একটি আবাসন থেকে নগদ প্রায় ২২ কোটি টাকা, ৮০ লক্ষ টাকার সোনার গহনা ও ৫৪ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করার পর এবার বেলঘরিয়ার আবাসনের ওয়ারড্রোব সহ শৌচাগারে রাখা ব্যাগ এবং প্লাস্টিকের প্যাকেট থেকে নগদ প্রায় ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
এছাড়া ৪.৩১ কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে। তাতে গহনার থেকে বাটের পরিমাণ বেশী। আবাসন কমিটির সম্পাদক অঙ্কিত চুরারিয়া জানান, “তাছাড়া বেশ কিছু সম্পত্তির দলিল, সম্পত্তি সংক্রান্ত নথিপত্র ও কয়েক হাজার টাকার বাতিল নোট উদ্ধার করা হয়েছে।”
আজ ভোরবেলা ৪ টে নাগাদ আধুনিক যন্ত্রের মাধ্যমে টাকা গণনা শেষ হয়। সাধারণত ওই যন্ত্র ‘কারেন্সি চেস্টে’ ব্যবহার করা হয়। ইডির একটি সূত্রের দাবী, প্রথমে পাঁচটি সাধারণ যন্ত্র নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু টাকার পরিমাণ দেখে টাকা গণনার জন্য বড়ো মাপের যন্ত্র আনার সিদ্ধান্ত নেওয়া হয়।