নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষের পর এবার ভারতী ঘোষ রাজ্য সরকারের নতুন কর্মসূচী ‘দিদির দূত’কে কটাক্ষ করতে গিয়ে সমালোচনার মুখে পড়লেন। গতকাল ভারতী ঘোষ হাওড়ার সভা থেকে দিদির দূতদের হাতা-খুন্তি দিয়ে মারধর করার পাশাপাশি জুতোপেটা করার বার্তা দিলেন। তৃণমূল এই মন্তব্যের তীব্র সমালোচনা করে জানায়, ‘‘এটাই বিজেপির সংস্কৃতি।’’
আজ ভারতী ঘোষ হাওড়ার সাঁকরাইলে এসে বিডিও অফিসের সামনে একটি বিক্ষোভ সভার পর অফিসে স্মারকলিপি জমা দিয়ে জানান, ‘‘দিদির দূতেরা বাংলার ভূত। গ্রামে ঢুকলে তাদের হাতা-খুন্তি, ঝাঁটা দিয়ে মারুন। বা গ্রামে ঢুকলে চোরদের মতো তাড়া করুন। যদি তা না থাকে তাহলে পায়ের জুতো থাকলে সেই জুতো খুলে মারুন। আগে আপনাদের পাওনা সুদ সমেত ফেরত দিতে বলুন।’’
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া অভিযোগ তোলেন, ‘‘রাজ্যের শাসক দল দুর্নীতির সঙ্গে আষ্টেপিষ্টে জড়িয়ে গিয়েছে। তৃণমূল নেতারা বালি, কয়লা এমনকি গরীব মানুষের চাকরীও লুট করে কোটি কোটি টাকা কামিয়েছেন। আর যাদের চাকরী পাওয়ার কথা, তারা রাস্তায় বসে আছেন। এখন তৃণমূল নেতারা পুলিশ ও পাইলট নিয়ে ঘোরাফেরা করছেন। যদি ওদের সাহস থাকে তবে পুলিশ ছাড়া রাস্তায় বেরিয়ে দেখুক।’’
Sponsored Ads
Display Your Ads Here
বিজেপি নেত্রীর এই মন্তব্য প্রসঙ্গে হাওড়া সদরের তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ কটাক্ষের সুরে বলেন, ‘‘আমরা যেখানে যাচ্ছি ফুল-মালা পাচ্ছি। বিজেপির কপালে জুতো জুটছে। বিজেপি মিথ্যা কথা বলে ভাঁওতাবাজি করছে। মানুষ যা বোঝার বুঝে গিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নে সাধারণ মানুষ খুশী। মানুষের জন্য এতো জীবনমুখী প্রকল্প এনেছেন, যা আগে কোনো সরকার করেনি।’’
Sponsored Ads
Display Your Ads Here