ব্যুরো নিউজঃ আমেরিকাঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্য টেনেসিতে বন্যার জেরে নিহত হয়েছেন ২২ জন। এখনও নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ।
সূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে, তীব্র ঝড় হারিকেনে রূপ নেওয়ার পর দ্রুতগতিতে জলের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে মানুষ নিরাপদ স্থানে সরে যেতে না পারায় এই দুর্যোগ দেখা দিয়েছে। এই বন্যার প্রকোপে প্রচুর ঘর-বাড়ি, সড়ক, টেলিফোন লাইন সহ মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
নিখোঁজদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এবং ওই এলাকায় নৈশকালীন কারফিউ জারি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকে পরের ২৪ ঘণ্টারও কম সময়ে হামফ্রেইস কাউন্টিতে ৪৩০ মিলিমিটারের বেশী বৃষ্টিপাত হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here