ব্যুরো নিউজঃ ইংল্যান্ডঃ গোটা বিশ্ব থেকে এখনো করোনা ভাইরাস নির্মূল হয়নি। আবার এর মধ্যেই মানবদেহে আরেকটি বিরল ভাইরাসের সন্ধান পাওয়া গেল। ইংল্যান্ডের এক বাসিন্দা মাঙ্কি পক্স নামক একটি বিরল ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে, সম্প্রতি ওই ব্যক্তি নাইজেরিয়ায় গিয়েছিলেন। তিনি সেখান থেকেই কোনো ভাবে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞরা জানান,‘‘এই ভাইরাসটি এক বিশেষ ধরনের বসন্ত। এই ভাইরাসে আক্রান্তদের শরীরে প্রাথমিক উপসর্গের মধ্যে জ্বর, মাথা, পিঠ ও গায়ে যন্ত্রণার লক্ষণ দেখা যায়। কাঁপুনি এবং ক্লান্তিও হতে পারে। এরপর দেহের বিভিন্ন লসিকা গ্রন্থি ফুলে ওঠে। মুখে ছোটো ছোটো ক্ষতচিহ্ন দেখা দিতে থাকে।
ধীরে ধীরে সারা শরীরে সেই ক্ষত ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে সংক্রমণের আশঙ্কা বেড়ে যেতে পারে। চোখ-নাক-মুখ, শ্বাসনালি, ক্ষত স্থানের মাধ্যমে ও আক্রান্তের পোশাক থেকেও এই ভাইরাস সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে।
জলবসন্ত বা গুটিবসন্তের প্রতিকার থাকলেও এই ভাইরাসটি এতই বিরল যে এই ভাইরাসে আক্রান্তদের সুস্থ করতে নির্দিষ্ট কোনো চিকিৎসা শুরু হয়নি।’’
দেশের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি হাসপাতালে ভর্তির আগে কার কার সংস্পর্শে এসেছেন ইতিমধ্যেই তা খুঁজে বার করার প্রক্রিয়া শুরু হয়েছে।
মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার কিছু দেশে এই ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। তবে মাঙ্কি পক্স হলেও এই ভাইরাস একাধিক বন্যপ্রাণীর মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। বেশীরভাগ ক্ষেত্রে ইঁদুরের মাধ্যমে বেশী ছড়িয়ে পড়ে।