Indian Prime Time
True News only ....

খুব শীঘ্রই শিয়ালদহের সব শাখাতেই চলবে বারো কামরার ট্রেন

- sponsored -

- sponsored -

- Sponsored -

- Sponsored -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আর মাত্র কয়েক মাসের অপেক্ষা!! এর পরই শিয়ালদহের সব শাখাতেই বারো কামরার ট্রেন চালু হয়ে যাচ্ছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহের সমস্ত শাখায় বারো বগির লোকাল ট্রেন চালানোর জন্য যে পরিকাঠামো তৈরী করার দরকার ছিল, তা প্রায় শেষ হয়ে এসেছে। আর আগামী জুন মাসে অর্থাৎ নির্বাচন শেষ হওয়ার এক মাসের মধ্যেই তা সম্পূর্ণ হয়ে যাবে। আর তার পরেই নতুন পরিষেবা চালু হয়ে যাবে। এতে যাত্রীদেরও সুবিধা হবে।

পূর্ব রেলের শিয়ালদহ শাখায় শিয়ালদহ দক্ষিণ, শিয়ালদহ উত্তর অর্থাৎ শিয়ালদহ-বনগাঁ বিভাগ ও শিয়ালদহ মেন অর্থাৎ শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর লাইনের ট্রেন যাতায়াত করে। এর মধ্যে শিয়ালদহ দক্ষিণের সমস্ত ইএমইউ ট্রেনকে বারো বগির করে দেওয়া হলেও শিয়ালদহ-বনগাঁ বিভাগ এবং শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর লাইনের দুই বিভাগের সব ট্রেন বারো বগির ছিল না। বরং বেশীর ভাগ ট্রেন নয় কামরার ছিল। কিন্তু শিয়ালদহের এই দুই শাখায় যে পরিমাণ ভিড় হয়, তাতে নয় বগির ট্রেনে যাত্রীদের অসুবিধা চরম অসুবিধার মধ্যে পড়তে হয়।
- Sponsored -

- Sponsored -

তবে পূর্ব রেল কর্তৃপক্ষ যাত্রীস্বাচ্ছন্দ্যের কথা ভেবে কামরার সংখ্যা বৃদ্ধির কথা ভাবলেও তা বাস্তবায়িত করা সহজ ছিল না। কারণ ট্রেনের কামরা বাড়লে ট্রেনের দৈর্ঘ্য বাড়বে। অথচ শিয়ালদহের এই দুই বিভাগের সমস্ত স্টেশন দৈর্ঘ্যে ততো বড় নয়। তাই প্রথমেই পূর্ব রেল কর্তৃপক্ষ প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শুরু করেন। পাশাপাশি সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ, সিগন্যাল ও ইয়ার্ড লে আউটের পরিবর্তনের জন্য নন ইন্টারলকিং সংক্রান্ত নানা কাজও চলতে থাকে।

পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, যেহেতু শিয়ালদহ শাখা পূর্ব রেলের অন্যতম ব্যস্ত স্টেশন, তাই এই কাজ সহজ ছিল না। কারণ এই কাজ করার জন্য ট্রেন চলাচল যত ক্ষণ বন্ধ রাখা প্রয়োজন, তা শিয়ালদহের মতো ব্যস্ত স্টেশনে সম্ভব নয়। নানা প্রতিকূলতার মধ্যেই শিয়ালদহ স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ প্রায় শেষের পথে। এখন এক নম্বর, দুই নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে। এরপরে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শেষ হলেই শিয়ালদহের সমস্ত বিভাগে বারো বগির ট্রেন চালানো সম্ভব হবে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored