এবার বাজারে আসতে চলেছে ৭৫ টাকার মুদ্রা

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) বাজার থেকে দু’হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্তের মধ্যে গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানায়, ‘‘নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে ৭৫ টাকার একটি বিশেষ মুদ্রা চালু হবে। ৪৪ মিলিমিটার ব্যাসযুক্ত এই মুদ্রার একপাশে অশোকস্তম্ভের চিহ্ন থাকবে। নীচে ‘সত্যমেব জয়তে লেখা থাকবে।

অশোকস্তম্ভের ডান দিকে ইংরেজীতে ‘ইন্ডিয়া’ লেখা থাকবে। আর বাম দিকে দেবনাগরী লিপিতে ‘ভারত’ লেখা থাকবে। আর ভারতীয় মুদ্রার প্রতীক ‘রুপি’ চিহ্নও থাকবে। মুদ্রার অন্য পিঠে নতুন সংসদ ভবনের ছবি থাকবে। ওই ছবির উপরে দেবনাগরীতে ‘সংসদ সঙ্কুল’ ও নীচে ইংরেজীতে ‘পার্লামেন্ট কমপ্লেক্স’ লেখা থাকবে।’’

এছাড়া জানানো হয়েছে, ‘‘এই বিশেষ মুদ্রাটির ওজন ৩৫ গ্রাম। যা ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল এবং ৫ শতাংশ দস্তা দিয়ে তৈরী করা হয়েছে। ২৮ শে মে অর্থাৎ রবিবার এই বিশেষ মুদ্রা প্রকাশ্যে আনা হবে। এদিকে বাম, কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি সহ মোট কুড়িটি বিরোধী দল এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে।’’

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram