নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ ছত্রিশগঢ়়ে পুলিশ ও মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ের তিন দিনের মধ্যেই আজ তেলঙ্গানায় ভাদরাদরি কোঠাগুদেমে আবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন মাওবাদী নিহত হলো। আর পুলিশের এক জন কনস্টেবলও গুরুতর আহত হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি লাছানা দলের সদস্যরা ছত্রিশগঢ় থেকে তেলঙ্গানায় ডেরা বেঁধেছিল। তেলেঙ্গানা পুলিশের গ্রেহাউন্ড দল গোপন সূত্রে খবর পেয়ে নীলাদ্রি পেটা এলাকার জঙ্গলে তল্লাশি অভিযানে যায়। আর তখনই মাওবাদীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন। এরপর পুলিশও পাল্টা আক্রমণ করলে বেশ কিছুক্ষণ পুলিশ এবং মাওবাদীদের গুলির লড়াই চলে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, গত মঙ্গলবার ছত্রিশগঢ়ের দন্তেওয়াড়া ও বিজাপুরের সীমানা এলাকার একটি জঙ্গলে পুলিশ এবং মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই হয়েছিল। ওই ঘটনায় ন’জন মাওবাদী নিহত হয়েছিল। তাদের মধ্যে ছ’জন মহিলা সদস্যও ছিল। দন্তোওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই বলেছেন, “মাওবাদীদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। ওই সংঘর্ষে মাওবাদীদের শীর্ষ এক জন নেতা মাচরেলা ইসোবুও নিহত হয়েছে। এই মাচরেলা ইসোবুও দণ্ডকারণ্য স্পেশাল জোন কমিটির দায়িত্বে ছিল। তার মাথার মূল্য ২৫ লক্ষ টাকা ছিল।”
Sponsored Ads
Display Your Ads Here