ব্যুরো নিউজঃ জাপানঃ নিজের শখপূরণ করতে মানুষ কত কি না করে!! নিজেকে সুন্দর করে তোলার জন্য অনেকে রূপই বদলে ফেলেন। কিন্তু এবার জাপানের এক যুবকের শখ এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। যে শখের বশে নিজেকে কুকুরের রূপ দিলেন। বিষয়টি অবিশ্বাস্যকর হলেও একেবারে স্ত্যি।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, টাকো নামে জাপানের এক যুবকের মানবজীবন ভালো লাগে না। ছোটোবেলা থেকেই টাকোর কুকুরের প্রতি আকর্ষণ। আর কুকুরের মতো জীবনযাপন করতে ভালোও লাগে। তাই সেই শখপূরণ করতে নিজের রূপ বদলে মানুষ থেকে কুকুর হয়ে উঠলো।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু এক্ষেত্রে অস্ত্রোপচার করে নিজের রূপ পরিবর্তন করেনি। বরং এর জন্য তিনি একটি পোশাক সংস্থার সাথে যোগাযোগ করে তাদের দিয়ে অবিকল কুকুরের মতো একটি কস্টিউম বানান। যার দাম ১১ লক্ষ ৬৩ হাজার টাকা।
Sponsored Ads
Display Your Ads Here
তবে শর্ত ছিল যে, পোশাকটি এমন হতে হবে যাতে খুব ভালো করে দেখলেও কেউ যেন বিষয়টি কোনো ভাবে ধরতে না পারেন। সবাই যেন এটিকে কুকুর ভাবে। তাই এবার নিজে কুকুরের সেই পোশাক পরে হাঁটাচলা করার পাশাপাশি কুকুরের মতোই জীবনযাপন শুরু করেছেন। যা নেটমাধ্যমে শেয়ার করতেই তুমুল চর্চা শুরু হয়ে গেছে।