Indian Prime Time
True News only ....

এবার আর জি করের হস্টেলে আত্মহত্যার চেষ্টা করলো ১ জন নার্সিং পড়ুয়া

- Sponsored -

- Sponsored -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গত তিন মাস ধরে খবরের শিরোনামে এই মেডিক্যাল কলেজ। এবার এই মেডিক্যাল কলেজেরই হস্টেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক নার্সিং পড়ুয়া। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আরজি করেই তাঁর চিকিৎসা চলছে। হস্টেলে রুমমেটের সঙ্গে মনোমালিন্যের জেরে ওই পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়েছিল। তার পাঁচদিন পর গত ১৪ অগস্ট ‘রাত দখল’ কর্মসূচির মধ্যে আরজি করে হামলা চালানোর অভিযোগ ওঠে বহিরাগতদের বিরুদ্ধে। গত ৩ মাসে আরজি কর নিয়ে নানা প্রশ্ন উঠেছে। থ্রেট কালচারের অভিযোগ উঠেছে। গত ৩ মাস ধরে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে সরব জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে গতকাল এই মেডিক্যাল কলেজের হস্টেলে নার্সিং পড়ুয়ার আত্মহত্যার চেষ্টা ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে।

শনিবার রাতে নিজের রুমে ওই নার্সিং পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। এই নিয়ে নার্সেস ইউনিটির তরফে বলা হয়, “শনিবার আত্মহত্যার চেষ্টা করেন ওই নার্সিং পড়ুয়া। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আশা করি, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমরা জানতে পেরেছি, হস্টেলে রুমমেট কিংবা অন্য কারও সঙ্গে একটা সমস্যা হয়েছিল। মেয়েটি ওয়ার্ডেনকে জানিয়েছিলেন। ওয়ার্ডেন কী করেছেন জানি না। কিন্তু, গত ৯ অগস্টের পর পড়ুয়াদের মনের মধ্যে একটা টানাপোড়েন নিশ্চয় চলছে। যাঁর কাছে অভিযোগ জানিয়েছিলেন, তাঁকে আরও দায়িত্ব নিতে হবে। মেয়েদের মানসিকভাবে সুস্থ রাখতে হবে। সুস্থ পরিবেশে যেন পড়ুয়ারা ট্রেনিং নিতে পারে। এটা সবাইকে দেখতে হবে।”

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored