ব্যুরো নিউজঃ লন্ডনঃ কি শিরোনাম দেখে ঘাবড়ে গেলেন? ভাবছেন এটা অতিরঞ্জিত কোনো চটকদার খবর? কিন্তু না এটা একদম সত্যি ঘটনা যা সম্প্রতি নেটমাধ্যমে ভাইরালও হয়েছে। ছবিতে দেখা গেছে যে, ঝুড়ির মধ্যে একটি বিশাল আকারের কাঁঠাল রয়েছে। যার গায়ে ১৬০ পাউন্ড দাম লেখা আছে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার টাকা।
সাধারণত আমাদের দেশে খুব বেশী হলেও বিশালাকৃতির কাঁঠালের দাম একশো থেকে খুব বেশী দেড়শো টাকা। তবে লন্ডনের সবথেকে বড়ো ও পুরোনো বাজার বোরো মার্কেটে সেই কাঁঠালই ১৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। যা দেখে নেটিজেনদের চক্ষু একেবারে চড়কগাছ।
কেউ বলেছেন, কাঁঠাল বিক্রি করে কোটিপতি হওয়ার জন্য লন্ডনে যেতে হবে। আবার কেউ বলেছেন, লন্ডনে কাঁঠালের ব্যবসা খুলবেন। কিন্তু সেখানে কাঁঠালের এমন লাগামছাড়া দাম হওয়ার অন্যত্ম কারণ হলো আবহাওয়া। লন্ডনে কাঁঠাল হওয়ার জন্য যে উপযোগী আবহাওয়া প্রয়োজন তা নেই। তাই সেখানে কাঁঠাল অত্যন্ত দুর্লভ।
এদিকে নিরামিষভোজীদের মধ্যে কাঁঠালের চাহিদা বাড়ছে। মাংসের বিকল্প হিসেবে এটি খাওয়া হচ্ছে। অর্থাৎ কাঁঠালের চাহিদা বাড়ার কারণে কাঁঠালের আমদানিও বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সেই হিসেবেও কাঠালের দামের বৃদ্ধির উপরও যথেষ্ট প্রভাব পড়ছে।
অন্যদিকে সূত্র মারফত জানা গিয়েছে যে, লন্ডনের সুপারমার্কেটে কৌটোবন্দি কাঁঠালের দাম ৩০০ টাকা। কিন্তু সেই কাঁঠালের স্বাদ আসল কাঁঠালের মতো একেবারেই হয় না।