ব্যুরো নিউজঃ সাইবেরিয়াঃ সাধারণত শীতকালে সাপ-ব্যাঙের ঘুমের কথা সকলেরই জানা। আর এক ধরনের কচ্ছপ আছে যারা প্রায় ৩ থেকে ৪ বছর ঘুমিয়ে কাটায়। কিন্তু ২৪ হাজার বছর কোনো প্রাণী ঘুমিয়ে থাকতে পারে তা সকলেরই অজানা।
https://www.youtube.com/watch?v=E0L5ZTul0yc
এবার বিজ্ঞানীরা এই রকম একটি প্রাণীর কথা জানতে পারলেন। যা শুনে রীতিমতো বিজ্ঞানীরা একেবারে চমকে গিয়েছেন। সম্প্রতি বিজ্ঞানীরা সুদূর উত্তরে সাইবেরিয়ার আলাজেয়া নদীর কাছ থেকে নমুনা সংগ্রহ করে বিডেলয়েড রোটিফার নামে একটি প্রাণীর সন্ধান পেয়েছেন। বিজ্ঞানীরা মনে করছেন এই অনুজীবটির বয়স ২৩ হাজার ৯৬০ থেকে ২৪ হাজার ৪৮৫ বছরের মধ্যে হবে। ২৪ হাজার বছর পর এই ক্ষুদ্রাকার প্রাণীটির ঘুম ভেঙেছে।
Sponsored Ads
Display Your Ads Here
সূত্রের ভিত্তিতে জানা যায়, মূলত অনুজীব স্বাদু জলে দেখা পাওয়া যায়। ১৬৯৬ সালে প্রথম জন হ্যারিস এই অনুজীবটির সন্ধান পান। এই অনুজীব প্রতিকূল পরিবেশে নিজেদের সব জৈবিক ক্রিয়া ইচ্ছামতো বন্ধ করে মরার মতো বেঁচে থাকতে পারে।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=Yso_nm4FOA0
এই বিরল প্রজাতির অনুজীবের খুবই দুর্লভ্য। এছাড়া এই বিরলতম অনুজীব হিমাঙ্কের ২০ ডিগ্রী সেলসিয়াসের নীচের তাপমাত্রাতেও এক দশক ঘুমিয়ে কাটাতে পারে।