চয়ন রায়ঃ কলকাতাঃ আজ উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশের পরই আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষিত হয়ে গেলো।
এদিন সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয় যে, ২০২৩ সালের ১৪ ই মার্চ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। সকালবেলা ১০ টা থেকে ১ টা ১৫ অবধি পরীক্ষা চল্বে।
Sponsored Ads
Display Your Ads Here
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে জানান, ‘‘পুরো পাঠক্রম অনুসরণ করেই আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। চলতি বছরের মতো হোম সেন্টারে পরীক্ষা হবে না।’’
Sponsored Ads
Display Your Ads Here
এবার দেখে নিন কবে কোন পরীক্ষা হবে- ১৪ ই মার্চ (মঙ্গলবার)- প্রথম ভাষা। ১৬ ই মার্চ (বৃহস্পতিবার)- দ্বিতীয় ভাষা। ১৭ ই মার্চ (শুক্রবার)- বৃত্তি মূলক শিক্ষা। ১৮ ই মার্চ (শনিবার)- জীবন বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, রাষ্ট্র বিজ্ঞান। ২০ শে মার্চ (সোমবার)- অংক, মনোবিদ্যা, নৃতত্ত্ববিদ্যা, কৃষি বিজ্ঞান, ইতিহাস।
Sponsored Ads
Display Your Ads Here
২১ শে মার্চ (মঙ্গলবার)- কম্পিউটার সায়েন্স, মর্ডাণ কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশবিদ্যা, স্বাস্থ্য ও শরীরবিদ্যা, সঙ্গীত, ভিস্যুয়াল আর্টস। ২২ শে মার্চ (বুধবার)- কমার্শিয়াল ‘ল অ্যান্ড প্রিলিমিনারিজ অব অডিটিং, দর্শন, সমাজ বিজ্ঞান। ২৩ শে মার্চ (বৃহস্পতিবার)- পদার্থবিদ্যা, পুষ্টি বিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান, হিসাবশাস্ত্র।
২৪ শে মার্চ (শুক্রবার)- অর্থনীতি। ২৫ শে মার্চ (শনিবার)- রসায়ন, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সংস্কৃত, পার্শি, আরবি, ফার্সি। ২৭ শে মার্চ (সোমবার)- সংখ্যাতত্ত্ব, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, ভূগোল, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।