নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ এবার ভোট পরবর্তী হিংসার ছায়া খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এলাকা দক্ষিণ দিনাজপুর জেলাতেও। গতকাল রাতেরবেলার পর আজ প্রকাশ্য দিবালোকে গঙ্গারামপুর থানার অন্তর্গত নয়াবাজার এলাকায় বিজেপি কর্মীদের মারধর করার পাশাপাশি বাড়ি ও দোকান ভাঙচুর করার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু, জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব বিষয়টি জানতে পেরে ওই এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে দেখা করেন। অভিযোগ ওঠে যে, “বিজেপিকে ভোট দেওয়ার আক্রোশে ফলাফলের পরই বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ি এবং দোকান ভাঙচুর করা হয় ৷ এছাড়া দু’দিন আগেই গঙ্গারামপুরে বিজেপি কর্মী-সমর্থকদের দোকান ভাঙচুর করা হয়।”
Sponsored Ads
Display Your Ads Here
এবার ফের নয়াবাজারে বিজেপির কর্মী-সমর্থকদের মারধর সহ একই ঘটনার পুনরাবৃত্তিতে বিজেপির পক্ষ থেকে গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আর পুলিশও অভিযোগ পেয়ে গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি জানান, “পারিবারিক বিবাদের কারণে এই রকম ঘটনা ঘটতে পারে। এখানে তৃণমূলের কোনো বিষয় নেই। বিজেপি মিথ্যে অভিযোগ করছে।”
Sponsored Ads
Display Your Ads Here