চয়ন রায়ঃ কলকাতাঃ ভবানীপুরে জয়ী হওয়ার পর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় শপথবাক্য পাঠ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ে সাথেই জঙ্গিপুরের বিজয়ী তৃণমূল প্রার্থী জাকির হোসেন ও সামশেরগঞ্জের বিজয়ী তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামও শপথ নিয়েছেন।
শপথ বাক্য পাঠের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের থুতনির নীচে মাস্ক ছিল। তবে বিধানসভায় হাজির সকলেই মুখে মাস্ক পরিহিত ছিল। এছাড়া করোনা বিধি মেনে পারস্পরিক দূরত্বও বজায় রাখা হয়েছিল।
কিন্তু কেবল রাজ্যপাল জগদীপ ধনকড়কে ব্যতিক্রম দেখা গেল। শপথগ্রহণ চলাকালীন অর্থাৎ শপথবাক্য পাঠ করানোর সময় জগদীপ ধনকড়কে মাস্ক পরতেই দেখা যায়নি। এমনকি থুতনির নীচে বা গলাতেও মাস্ক ঝুলতে দেখা যায়নি।
এদিকে বারে বারেই জগদীপ ধনকড়কে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে টুইটারে সরব হতে দেখা গিয়েছে। এছাড়া কিছু টুইটে তো উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দপ্তরকে ট্যাগ করে লিখেছিলেন, “পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। কেউ করোনা বিধি মানছেন না। করোনা সংক্রমণ ঠেকাতে জন আন্দোলন গড়ে তুলতে হবে”।
এরপর আজ খোদ জগদীপ ধনকড়কে বিধানসভার শপথগ্রহণ অনুষ্ঠানে একেবারেই মাস্ক ছাড়া দেখা গেছে। যদিও এই বিষয়টি নিয়ে রাজভবনের তরফ থেকে কোনোরকম কোনো বক্তব্য পাওয়া যায়নি।