নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গনাঃ তেলেঙ্গনার ওয়ারাঙ্গালের পারকালা এলাকায় এক বৃদ্ধের দেহ বাড়ির ফ্রিজে ঢুকিয়ে রাখার অভিযোগ উঠলো নাতির বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দু’দিন ধরেই প্রতিবেশীরা দুর্গন্ধ পাচ্ছিলেন। তাই প্রতিবেশীরা সন্দেহবশত পুলিশের কাছে খবর দেন। এরপর পুলিশ এসে দুর্গন্ধের উত্স খুঁজতে গিয়েই রীতিমতো আঁতকে ওঠেন। সেখানে দেখতে পান যে বাড়ির ফ্রিজের মধ্যে এক বৃদ্ধের মৃতদেহ ঠেসে ঢোকানো রয়েছে। যাতে পচন ধরে গিয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৩ বছর বয়সী নিখিল দাদুকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন। ৯৩ বছর বয়সী বালাইয়া একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। পেনশনের যা টাকা পেতেন তা দিয়েই দু’জনের সংসার চলত।
নিখিল পুলিশের কাছে জানান, “দাদু অসুস্থতার কারণে বিছানায় শয্যাশায়ী। তিন দিন আগে মারা গিয়েছেন। অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য টাকা না থাকায় দাদুর মৃতদেহ চাদরে মুড়িয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল”।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, যেহেতু বৃদ্ধের পেনশনে সংসার চলত তাই যাতে সেই টাকা বন্ধ না হয় সেই কারণে দাদুর মৃত্যুর খবর লুকানোর চেষ্টা করেছিলেন। যদিও পুলিশ ঘটনাটির সত্যতা জানার জন্য পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। পাশাপাশি বৃদ্ধের স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু তাও খতিয়ে দেখা হচ্ছে।