নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনারায়ণ বিধানসভায় এবার নতুন কিছু ঘোষণা করেন। বিধানসভায় দাঁড়িয়ে বলেন, “সরকার মাফিয়াদের যে সমস্ত জমি বাজেয়াপ্ত করবে সেই সমস্ত জমির উপর গরিব-দলিতদের ঘর-বাড়ি বানানো হবে”।
“৩ হাজার কোটি টাকার তহবিল গড়ে রাজ্যের এক কোটি যুবদের স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ দেওয়া হবে। এছাড়া কর্মচারী ও পেনশনভোগীদের ১ লা জুলাই থেকে কর্মচারীদের ২৮ শতাংশ ডিএ দেওয়া হবে”।
Sponsored Ads
Display Your Ads Here
“আইনজীবিদের সামাজিক সুরক্ষা আইনে দেড় লক্ষ টাকার বদলে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। এর পাশাপাশি যেসব মহিলারা আশ্রয়হীন তাদের জন্যও নতুন প্রকল্প আসছে”।
Sponsored Ads
Display Your Ads Here
বিধানসভা থেকে বিরোধীদের আক্রমণ করে বলেছেন যে, “যারা অযোধ্যার দিকে ঘুরেও তাকাত না, যাদের কাছে রামকৃষ্ণ সাম্প্রদায়িক ছিল এখন তারাই বলছে ভগবান রাম আমাদের। আমরা রামের ভক্ত।
Sponsored Ads
Display Your Ads Here
আগে যারা ক্ষমতায় ছিল তারা কুম্ভের জন্য কিছু করেনি। যদি তখন করত তাহলে টুপি পড়ে মুবারক জানাতে পারত না। কিন্তু এখন টুপিও উধাও। এখন তাদের কাছে আর কোনো সাম্প্রদায়িকতা নেই”।