১২ ঘণ্টা রেলসেতুর উপর আহত হয়ে পড়ে রইল যুবক
সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ অমানবিক রেল। একজন যুবক ট্রেন থেকে পড়ে গিয়ে নাগরাকাটার জলঢাকা রেলসেতুর উপর জখম অবস্থায় পড়ে থাকলেও খবর পেয়ে তার কোনো চিকিৎসার ব্যবস্থা করেনি রেল।
জানা গিয়েছে যে, মঙ্গলবার সন্ধ্যায় মালবাজারের পানোয়ার বস্তির বাসিন্দা গোবিন্দ বাসফোর ইন্টারসিটি ট্রেনে করে মালবাজার থেকে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল। সেই সময় সন্ধ্যা সাতটা নাগাদ জলঢাকা রেলসেতুর উপর পড়ে গিয়ে জখম হন। তখন থেকে সে জখম অবস্থায় রাতভর ওভাবেই পড়ে থাকে। এমনকি রাতে বৃষ্টিতে ভিজেই সেই অবস্থাতেই পড়ে ছিল। রেলের কাছে এই ঘটনার খবর থাকলেও তাকে রেল পুলিশ উদ্ধার করেনি বলে অভিযোগ ওঠে।
অবশেষে বুধবার সকাল সাতটা নাগাদ ঘটনাস্থলে নাগরাকাটা থানার পুলিশ এসে আহত ওই যুবককে উদ্ধার করে নিয়ে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে।