ব্যুরো নিউজঃ আমেরিকাঃ ভিডিও কলে মোবাইলের স্ক্রিনে প্রেমিকের বদলে অন্য মহিলার মুখ ভেসে উঠতেই রাগ ও সন্দেহের বশে গভীর রাতেরবেলা প্রেমিকের বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেন ২৩ বছর বয়সী আমেরিকার টেক্সাসের বাসিন্দা সেনাইডা সোতো।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে যে, সেনাইডা প্রেমিকের বাড়িতে ঢুকে ভিতর থেকে কিছু জিনিস চুরিও করে। এরপর বসার ঘরে রাখা সোফায় আগুন লাগিয়ে দিতেই সেই আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়ে।
আগুন লেগে গিয়েছে বুঝতে পেরে বাড়ির মালিক পুলিশ ও দমকল বিভাগকে খবর দেন। এই আগুনে পুড়ে ৫০ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ৪১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ এই ঘটনায় সেনাইডাকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেনাইডা সোফায় আগুন লাগানোর পর সেই পরিস্থিতির একটি ভিডিও প্রেমিককে পাঠিয়েছিলেন। আর যে মহিলাটি সেনাইডার প্রেমিকের ফোন ধরেছিলেন, তিনি সম্পর্কে ওই যুবকের আত্মীয়।