মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ মোবাইলে আসা লিঙ্ক ক্লিক করতেই দেখা গেল প্রন ছবি’তে নিজের মুখ। আর পুরো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখে রীতিমতো চমকে উঠলেন উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরের এক তরুণী।
তরুণীর তরফ থেকে অভিযোগ করা হয় যে, “প্রথমে মোবাইলে একটি লিঙ্ক এসেছিল। যা ক্লিক করতেই বলা হয় যে তিনি প্রচুর ঋণ নিয়েছেন। এখনই সেটা পরিশোধ করতে হবে। প্রথমে ওই তরুণী সেই হুমকি গ্রাহ্য করেননি। এরপর ফের পাল্টা হুমকি দেওয়া হয় যে টাকা না দিলে ছবি বিকৃত করে পর্ন ফুটেজ তৈরী করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে।”
এরপর অভিযুক্ত তার ছবি বিকৃত করে পর্ন ছবিতে মুখ বসিয়ে ওই তরুণীর পরিচিত ও অফিসের সহকর্মীদের মধ্যে ছড়িয়েও দেয়। এই ঘটনায় ওই তরুণী টিটাগড় থানা এবং ব্যারাকপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ অভিযোগকারিণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি অভিযুক্তের সন্ধানে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়ে গিয়েছে।