নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ গুজরাটের জেটপুর তালুকার জেতলসর গ্রামে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় নৃশংসভাবে খুন হলো এক নাবালিকা।
জানা যায়, ওই ১৬ বছরের ওই নাবালিকা বাড়িতে ভাইয়ের সঙ্গে ছিল। তখন হঠাৎ তার বাড়িতে গিয়ে ২৩ বছর বয়সী জয়েশ নামের যুবক নাবালিকাকে টেনে বের করে বিয়ের প্রস্তাব দেয়। আর নাবালিকা সেই প্রস্তাব প্রত্যাখান করতেই তাকে জয়েশ ধারালো ছুরি দিয়ে ৩২ বার আঘাত করে। এরপরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে নাবালিকা। আর দিদিকে বাঁচাতে গেলে জয়েশ তার ভাইকেও প্রায় চার থেকে পাঁচবার আঘাত করে।
এই ঘটনার পরেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। নাবালিকাকে খুন করার অপরাধে পুলিশ অভিযুক্ত যুবক জয়েশ সারভাইয়াকে গ্রেপ্তার করে। মৃতার বাবা দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানান।
কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল ও এনসিপি নেতা রেশমা প্যাটেল নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন। এই ঘটনায় তারা রাজ্যের আইনশৃঙ্খলার নিয়েও সরব হন। বিজেপির রাজ্য সভাপতি সিআর পাটিলও নাবালিকার পরিবারের লোকের সঙ্গে দেখা করে দোষীকে যথাযথ শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতি যথেষ্টই উত্তপ্ত হয়ে উঠেছে।