নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দেশ জুড়ে শুরু হয়ে গেছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে আশঙ্কিত গোটা দেশ।
সমগ্র দেশের পরিস্থিতির ভয়াবহতার কথা চিন্তা করে আগামী ১ লা এপ্রিল থেকে ৪৫ বছর বয়সের ঊর্ধ্বে বয়স্কদের সবাইকে করোনার ভ্যাক্সিন দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
টীকাকরণের প্রথম দফায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের এবং দ্বিতীয় দফায় পুলিশ-প্রশাসন ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের ভ্যাক্সিন দেওয়া হয়। আর তৃতীয় দফায় ৬০ বছরের বেশী বয়স্ক সহ ৪৫ থেকে ৫৯ বছর বয়সী কোমর্বিডিটির রোগীদের ভ্যাক্সিন দেওয়া হচ্ছিল।
এখনো পর্যন্ত দেশে প্রথম ডোজে ৪ কোটি ৪৫ লক্ষ মানুষের টীকাকরণ হয়েছে। দ্বিতীয় ডোজে ৮০ লক্ষ মানুষের টীকাকরণ হয়েছে। কিন্তু এবার মোট ৩০ কোটি মানুষকে ভ্যাক্সিন দেওয়ার বৃহত্তর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। আর এবার থেকে ৪৫ বছরের বেশী বয়সী সকলেই ভ্যাক্সিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন।
ইতিমধ্যেই সেরামের তৈরি কোভিশিল্ড টীকার দ্বিতীয় ডোজ নেওয়ার সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। এই পর্যন্ত প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পরে দ্বিতীয় ডোজ নেওয়া হচ্ছিল। আর গতকাল স্বাস্থ্যমন্ত্রকের নয়া নির্দেশিকাতে শুধুমাত্র কোভিশিল্ড টীকার ক্ষেত্রেই প্রথম ডোজ নেওয়ার ৬-৮ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ নেওয়ার কথা বলা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, “যেভাবে দেশে করোনা সংক্রমণ বাড়ছে তাতে আরো বেশী সংখ্যক মানুষের ভ্যাক্সিন নেওয়া প্রয়োজন। দৈনিক সংক্রমণ প্রায় ৪৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এই হারে সংক্রমণ বৃদ্ধি পেতে থাকলে খুব শীঘ্রই দৈনিক করোনা সংক্রমণ ৫০ হাজার অতিক্রম করবে। তাই সংক্রমণে লাগাম টানতে ইতিমধ্যেই কোভিড টেস্ট, কনট্যাক্ট ট্রেসিং বাড়ানোর কথা বলা হয়েছে। এর পাশাপাশি সরকারী সহ বেসরকারী হাসপাতাল থেকেও ভ্যাক্সিন দেওয়া শুরু হয়ে গেছে”।
টীকাকরণ নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তৈরি কোউইন অনলাইন পোর্টাল এবং আরোগ্য সেতু অ্যাপে নাম নথিভুক্ত করতে হচ্ছে। নিজের সচিত্র পরিচয়পত্র দিয়ে কোউইন ২.০ পোর্টালে নাম রেজিস্ট্রেশন করা যাচ্ছে। এমনকি এখন থেকে নতুন নিয়ম অনুসারে অনস্পট রেজিস্ট্রেশন করা সম্ভব।