নিজস্ব সংবাদদাতাঃ পুণেঃ পুণের পিম্পরি-চিঞ্চওয়াড়ের থেরাগাঁও এলাকায় ঘটে গেল এক অত্যন্ত নিন্দনীয় ঘটনা। যেখানে ভাই না বলে নাম ধরে ডাকার অপরাধে এক যুবককে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করে মাটিতে ছুঁড়ে ফেলা বিস্কুট তুলে খেতে বাধ্য করানোর অভিযোগ উঠল দুই নাবালক সহ পাঁচ জনের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুই কিশোর সহ পাঁচ জন বসে গল্প করছিল। এমন সময় এলাকারই ওই যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় কিশোরদের মধ্যে এক জনের নাম ধরে ডাকেন। আর তাতেই তারা ভীষণ রেগে গিয়ে ওই যুবককে দাঁড় করিয়ে ভাই বলে না ডেকে নাম ধরে ডাকার কারণ জানতে চায়।
এরপর আচমকা ওই যুবকদের মধ্যে এক জন ওই যুবককে বেল্ট খুলে মারতে শুরু করেন। তারপর বাকি চার জন ওই যুবকের উপর ঝাঁপিয়ে পড়েন। এর পাশাপাশি ওই যুবককে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া বিস্কুট মুখে করে তুলে নিতে বাধ্য করা হয়।
পুলিশ এই বিষয়টি জানতে পেরে গতকাল অভিযুক্ত পাঁচ জনকে গ্রেপ্তার করে। এই ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্রই তুমুল সমালোচনার ঝড় ওঠে।