নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আগামী ২০ শে এপ্রিল বৃহস্পতিবার সূর্যগ্রহণের সময় পৃথিবীর আকাশে সোনার আংটি দেখা যাবে। আর সমগ্র পৃথিবী এই বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে। এই বিরল সূর্যগ্রহণের নাম ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ। হাইব্রিড সূর্যগ্রহণের বিশেষত্ব হলো এখানে সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া হয় ছোটো হওয়ায় চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। সূর্যের সোনালী বৃত্ত চাঁদের ছায়াকে ছাপিয়ে চারিদিক থেকে দেখা যায়।
তাই মাঝখানে অন্ধকার ও চারপাশে সোনালী বলয়ের ওই সূর্যকে দেখতে কিছুটা সোনার আংটির মতো লাগে। মহাকাশবিজ্ঞানীরা এই দৃশ্যকেই বিরল মহাজাগতিক দৃশ্য বলে জানিয়েছেন। এর আগে ২০১৩ সালে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। কিন্তু দু’টি হাইব্রিড সূর্যগ্রহণের মাঝে সাধারণত ১০০ বছরের অন্তর থাকে। নাসা জানিয়েছে, ভোরবেলা ৩ টে ৩৪ মিনিট থেকে সকালবেলা ৬ টা ৩২ মিনিট অবধি এই হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে।
এই হাইব্রিড সূর্যগ্রহণ শুধু অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ থেকে দেখা যাবে। তবে অস্ট্রেলিয়ার বেশ কিছু এলাকা সহ ফিলিপিন্স, ইস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। ভারতের আকাশে এই সূর্যগ্রহণ দেখা না গেলেও ভারতীয়রা সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই হাইব্রিড সূর্যগ্রহণ দেখতে পাবেন। পাশাপাশি ১৪ ই অক্টোবর বছরের শেষ সূর্যগ্রহণ হবে।