নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ গোটা মহারাষ্ট্র জুড়ে এবার মহিলা পুলিশ কর্মীদের কাজের সময় কমছে। আজ মহারাষ্ট্র পুলিশের ডিজি সঞ্জয় পান্ডে জানান, “১২ ঘণ্টার পরিবর্তে খুব শীঘ্রই ৮ ঘণ্টা কাজের সূচী মহিলা পুলিশে চালু হতে চলেছে”।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, মহারাষ্ট্র পুলিশের মহিলা কর্মীরা কাজের সময় কমানোর দাবীতে ডিজির দ্বারস্থ হয়েছিলেন। তাদের দাবী, “খাতায়-কলমে ১২ ঘণ্টা ডিউটি থাকলেও বিভিন্ন কারণে আরো বেশী সময় কাজ করতে হয়। ফলে পরিবারের সাথে সঠিকভাবে যোগাযোগ সম্ভব হচ্ছে না”।
তাই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে ধাপে ধাপে গোটা রাজ্যে মহিলা পুলিশকর্মীদের কাজের সময় ৮ ঘণ্টা করে দেওয়া হবে। ইতিমধ্যে পুনে, নাগপুর, অমরাবতী ও নবি মুম্বইয়ে মহিলা পুলিশের কাজের সময় ৮ ঘণ্টা করা হয়েছে।
এই সিদ্ধান্তকে রাজ্যের আইপিএস মহল কুর্নিশ জানিয়ে বলেছেন, “রাজ্যের চারটি মেট্রোপলিটন শহরের সুরক্ষায় বেশী পুলিশকর্মী প্রয়োজন। এই সিদ্ধান্তে পুলিশ কর্মীদের মনোবল বাড়বে কাজেও মনোযোগ বাড়বে”।