দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ গ্রীষ্মের দাবদাহ চলছে। আর এই গরমে পানীয় জলের সমস্যায় পড়েছেন বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হাট আশুড়িয়া গ্রামের বাসিন্দারা।
https://www.youtube.com/watch?v=g9m5mfZlJrE
Sponsored Ads
Display Your Ads Hereআজ সকাল ৯ টা থেকে হাট আশুড়িয়া সরালি মোড়ে এই পথ অবরোধ শুরু হয়। এই পথ অবরোধের ফলে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে।
https://www.youtube.com/watch?v=v21btyM8yfs
Sponsored Ads
Display Your Ads Hereএই প্রসঙ্গে গ্রামের মহিলারা বলেন, “সাত থেকে আট দিন ধরে আমরা জল পাচ্ছি না। এখন রোজা চলছে। ফলে খুব সমস্যা হচ্ছে। এছাড়া বাকি যেখানে যেখানে কল রয়েছে সেগুলোতে ঠিকঠাক মতো জল আসছে না। যতক্ষণ না আমরা জল পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে”।