নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ বেঙ্গালুরুর রঙ্গনাথপুরে অশান্তি চলাকালীন স্ত্রীকে গলায় শাড়ি পেঁচিয়ে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত হলেন ৩৫ বছর বয়সী ভেঙ্কটেশ।
সূত্রের খবর, প্রতিদিন ভেঙ্কটেশ মদ খেয়ে বাড়ি আসতেন। যা নিয়ে তুমুল অশান্তি হত। স্ত্রী নেত্রাবতী মদ খেতে নিষেধ করায় তিনি রেগে যান। আর এদিন ঝগড়া চলাকালীন নেত্রাবতীকে গলায় শাড়ির ফাঁস জড়িয়ে শ্বাসরোধ করে খুন করেন। এরপর মৃতদেহের সঙ্গে রাতও কাটান। এরপর পরদিন ভেঙ্কটেশের ন’বছর বয়সী ছেলে এসে নেত্রাবতীকে ঘুম থেকে জাগানোর জন্য ডাকাডাকি করে। কিন্তু মা সাড়া না দেওয়ায় বাচ্চাটি কান্নাকাটি শুরু করে। আর তার কান্না শুনে প্রতিবেশীরা ছুটে এসে নেত্রাবতীর নিথর দেহ বিছানায় দেখতে পান।
তারপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। এছাড়া ঘটনার তদন্ত শুরু করে। পাশাপাশি ভেঙ্কটেশকে গ্রেফতার করা হলে তিনি পুলিশী জেরার মুখে খুনের কথা স্বীকার করেন যে, মদ্যপানের অভ্যাস নিয়ে ঝামেলার কারণেই স্ত্রীকে খুন করেছেন। পুলিশ ভেঙ্কটেশের বিরুদ্ধে এই ঘটনায় খুনের ধারায় মামলা রুজু করেছে।