নিউজ ডেস্কঃ পুণেঃ পুণের পিম্পরি-চিঞ্চওয়াড়ে অবস্থিত একটি অটোমোবাইল সংস্থার ক্যান্টিনে শিঙাড়ার মধ্যে আলুর পরিবর্তে কন্ডোম, পাথর ও গুটখার পুর পাওয়ার অভিযোগ উঠলো। গত ২৭ শে মার্চ ওই সংস্থার কর্মীরা কাজের ফাঁকে ক্যান্টিনে খেতে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে।
সূত্রের খবর, ওই সংস্থার কয়েক জন কর্মী ক্যান্টিনে খেতে গিয়ে শিঙাড়ার অর্ডার দেন। এরপর শিঙাড়ায় কামড় দিতেই দেখেন, শিঙাড়ার পুরের মধ্যে পাথর এবং গুটখার মশলা রয়েছে। এমনকি একটি শিঙাড়ার মধ্যে কন্ডোমও রয়েছে। তারপর গোটা বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। আর ওই কর্মীরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে।
পুলিশ তদন্তে নেমে জেনেছে, আগে এক জন ব্যবসায়ীর সাথে অটোমোবাইল সংস্থার চুক্তি ছিল। ওই ব্যবসায়ীর দোকান থেকে ক্যান্টিনে খাবার সরবরাহ করা হত। কিন্তু পরে খাবারে ভেজাল দেওয়ার অভিযোগে চুক্তি বাতিল হয়। তাই চুক্তি বাতিল হওয়ার প্রতিশোধ নিতে ওই ব্যবসায়ী ও তার দুই অংশীদার নতুন করে খাবার সরবরাহের চুক্তি পাওয়া সংস্থার দুই কর্মী ভিকি শেখ এবং ফিরোজ শেখের সাথে যোগাযোগ করে টাকার বিনিময়ে শিঙাড়ার পুরের মধ্যে কন্ডোম, পাথর ও গুটখার পুর ঢুকিয়ে দিতে বলেন। আপাতত পুলিশ ওই ব্যবসায়ী সহ অভিযুক্ত পাঁচ জনকেই গ্রেফতার করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।