নিউজ ডেস্কঃ বিশাখাপত্তনমঃ গতকাল বিশাপত্তনমের পেন্দুরথির লক্ষ্মীপুরম এলাকায় পারিবারিক অশান্তির জেরে স্বামীকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম কিলারি নাগেশ্বর রাও। বয়স ৪৭ বছর। তিনি রেলে কর্মরত ছিলেন।
সূত্র মারফত খবর, দু’দশক আগে কিলারি নাগেশ্বরবাবু ও জগদেশ্বরী দেবীর বিয়ে হয়েছিল। দুই সন্তানও রয়েছে। কিন্তু পারিবারিক নানা বিষয় নিজেদের মধ্যে ঝামেলা হওয়ার ফলে গত কয়েক মাস থেকে নাগেশ্বরবাবু এবং জগদেশ্বরী দেবী আলাদা থাকতে শুরু করেন। এরপর জগদেশ্বরী দেবী নাগেশ্বরবাবুর থেকে খোরপোশের দাবী করেছিলেন।
এই নিয়ে আলোচনার জন্য ঘটনার দিন রাতেরবেলা তিনি লক্ষ্মীপুরমে স্ত্রীর সাথে দেখা করতে যান। আলোচনা চলাকালীন ঝগড়া শুরু হলে নাগেশ্বরবাবু জগদেশ্বরী দেবীকে খুন করার হুমকি দিলে জগদেশ্বরী দেবী নাগেশ্বরের মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। পুলিশ খবর পেয়ে এই ঘটনার তদন্ত শুরুর পাশাপাশি অভিযুক্ত মহিলার তল্লাশি চালাচ্ছেন।