পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ এবার দক্ষিণ চব্বিশ পরগণার রায়দিঘি জুড়ে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ এলাকাবাসীরা রায়দিঘির নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দমকলের কাছে ঠাকুরান নদীর পাড়ে লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও বেশ কয়েক বার এই এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছিল। এদিন এলাকাবাসীদের কাছ থেকে রায়দিঘির রেঞ্জার স্বপন মন্ডলের নেতৃত্বে নলগোড়া বিট অফিসের বনকর্মীরা বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ার খবর পেয়েই অভিযান শুরু করেন। প্রথমে জোয়ার থাকায় বাঘের পায়ের ছাপ স্পষ্ট ভাবে বুঝতে পারা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
পরে ভাটা হতেই নদীর চরে বাঘের পায়ের ছাপ স্পষ্ট ভাবে বোঝা যায়। বন দপ্তরের ক্রমীদের প্রাথমিক ভাবে অনুমান যে, আজমলমারির ১২ নম্বর কম্পার্টমেন্টের জঙ্গল থেকে বাঘটি বেরিয়ে নদী পার হয়ে লোকালয়ে প্রবেশ করে। এরপরে জোয়ারের সময় এলাকা ছেড়ে ঠাকুরানের চরের নতুন জঙ্গলের দিকে যাত্রা শুরু করে।
Sponsored Ads
Display Your Ads Here
জেলার বিভাগীয় বনাধিকারিক মিলন মণ্ডল বলেছেন, “বন দপ্তরের আধিকারিকরা দমকল এলাকায় তল্লাশি চালিয়ে বাঘের সন্ধান পাননি। কিন্তু বাঘটি ঠাকুরানের চরের নতুন জঙ্গল কিংবা পাথরপ্রতিমার সুরেন্দ্রনগর এলাকাতে আশ্রয় নিয়েছে কি না তা নিশ্চিত করতে নজরদারি শুরু করা হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here