নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল গভীর রাতেরবেলা মালদার নালাগোলা রাজ্য সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃ্ত্যু হয়েছে এক জন দম্পতি সহ মোট ৪ জনের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরী হয়েছে।
জানা গিয়েছে, একটি বড়ো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। ফলে ধাক্কা মারার প্রায় সঙ্গে সঙ্গেই গাড়িটি উল্টেও যায়। এর জেরে ঘটনাস্থলেই তিন জন যাত্রী মারা যান।

- Sponsored -
এরপর আশঙ্কাজনক অবস্থায় এক জন যাত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শেষ অবধি মারা যায়। তারপরে এই দুর্ঘটনায় প্রায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েতের বাসিন্দা ২৩ বছর বয়সী অণীক দাস, ২২ বছর বয়সী স্ত্রী নেহা দাস, ২৫ বছর বয়সী সুব্রত শেঠ ও ২৪ বছর বয়সী দেবাশিস মণ্ডল ওরফে চন্দন। এর পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারালো কিভাবে তা জানতে তদন্ত শুরু করে দিয়েছে।