ব্যুরো নিউজঃ চিলিঃ সাধারত আকাশে সাদা বা কালো মেঘই দেখা যায়। কিন্তু এবার চিলির আকাশ জুড়ে রঙিন মেঘের ঘনঘটা দেখা গেল। যে দৃশ্য দেখে স্তম্ভিত লাতিন আমেরিকার চিলির নাগরিকবৃন্দ।
এই দেশের পোজো আলমন্তে শহরে আকাশের কিছু অংশ জুড়ে বেগুনীরঙা মেঘের আবির্ভাব হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয় প্রশাসন এই রঙিন মেঘের রহস্যের সন্ধান শুরু করেছে। এই শহরের কাছে একটি খনি আছে। তার ঠিক উপরেই এই মেঘের দেখা পাওয়া গিয়েছে।
কিন্তু পরিবেশ দপ্তরের এক জন আধিকারিকের বক্তব্য, “খনির কোনো বুস্টার পাম্পের বিকল হওয়ার কারণে যে ধোঁয়ার সৃষ্টি হয়েছে সেই ধোঁয়ায় এই আস্তরণ তৈরী হয়েছে। তবে এই ঘটনার পিছনে প্রাকৃতিক কোনো কারণ আছে কি না সেই বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।