অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ তীব্র দাবদাহ থেকে এখনই রাজ্যবাসীর রেহাই নেই। কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলায় আজ তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার অবধি দক্ষিণবঙ্গের সব জেলায় এই অস্বস্তিকর গরম থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রী বেশী। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী বেশী। তীব্র গরমের সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ।
আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও উপকূলবর্তী এলাকা ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত ওই জেলাগুলিতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি না হলেও গরমের তীব্রতা অনেকটাই কম।
এদিন নদীয়া, মালদা, বাঁকুড়া, পানাগড়, পুরুলিয়া, বর্ধমান, আসানসোল, কলাইকুন্ডা, মেদিনীপুর, ব্যারাকপু্র, শ্রীনিকেতন এবং উত্তর চব্বিশ পরগণার মতো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের বেশী। এর মধ্যে বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৯ ডিগ্রী সেলসিয়াস। তবে আগামীকাল সকাল থেকে কোচবিহারের আকাশ আংশিক মেঘলা থাকবে।
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ কৃষি মৌসম কেন্দ্র থেকে জারি করা বুলেটিনে বলা হয়েছে, ২৭ শে এপ্রিল অবধি আকাশ আংশিক পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টিও হতে পারে। অপর দিকে ২৭ শে এপ্রিল জলপাইগুড়িতে অতি হালকা থেকে হালকা ও আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।