অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বেশ কিছু দিন ধরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবল ঝড়-বৃষ্টি সহ শিলা বৃষ্টি হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গবাসী গরমের জেরে একেবারে নাজেহাল।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের পাঁচ জেলায় উচ্চ তাপপ্রবাহ অনুভূত হয়েছে। কলকাতার তাপমাত্রাও ৪০ ডিগ্রী পার হতে চলেছে। আর আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
ইতিমধ্যেই মালদা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগণায় তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এর ফলে সাধারণ জনজীবন ব্যাহত হয়ে পড়েছে। রাজ্যবাসীর তীব্র গ্রমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা।