নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ এবার তৃণমূল গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ নির্বাচনে প্রথম খাতা খুলেছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনেও দারুণ ফল করেছে। ফলে আজ বেলা বাড়তেই একদিকে যেমন পাহাড়ে সবুজ আবীর উড়ছে। তেমন অপরদিকে তৃণমূল কর্মী-সমর্থকরা আনন্দে-উল্লাসে ফেটে পড়লেন।
গত ২৬ শে জুন শিলিগুড়ি মহকুমা পরিষদ ও জিটিএর নির্বাচন হয়েছিল। জিটিএর ৪৫ টি আসনের মধ্যে ডালি আসন থেকে তৃণমূলের বিনয় তামাং ৫০০ এর বেশী ভোটে জয়ী হয়েছেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘‘এই জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। এ শুধু আমার জয় নয়। পাহাড়ের মানুষের জয়।’’
আবার কালিম্পং ৩৫ নম্বর সমষ্টিও তৃণমূলের দখলে এসেছে। সেখানে তৃণমূল প্রার্থী সুমন গুরুং জয়ী হয়েছেন। প্রসঙ্গত, জিটিএর ৪৫ টি আসনের মধ্যে দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পংয়ে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে। ১ নম্বর থেকে ১৭ নম্বর আসনের ভোটগণনা কেন্দ্র দার্জিলিং।
১৮ নম্বর থেকে থেকে ৩২ নম্বর আসনের ভোটগণনা কেন্দ্র কার্শিয়াংয়ে। আর ৩৩ নম্বর থেকে ৪৫ নম্বর আসনের ভোটগণনা কেন্দ্র কালিম্পং। এদিকে জিটিএর ৪৫ টি আসনের মধ্যে হামরো পার্টি এগিয়ে। এছাড়া ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক পার্টি ন’টি আসনে এগিয়ে রয়েছে।
অন্য দিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের ৪৬২ টি পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল ১০৮ টি আসনে এগিয়ে। তাছাড়া বিজেপি ৩০ টি আসনে এগিয়ে। সিপিএম ৫ টি আসনে এগিয়ে। কংগ্রেস ২ টি আসনে এগিয়ে ও নির্দলরা ১ টি আসনে এগিয়ে রয়েছে।