নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরঃ চলন্ত ট্রেনে তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযোগ উঠছে এক জন জওয়ানের বিরুদ্ধে। ধৃত ধীরেন্দ্র কুমার মিশ্র সীমান্ত সুরক্ষা বল বা এসএসবির ৬৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান।
জানা গিয়েছে, গতকাল রাতেরবেলা ওই তরুণী হাওড়া থেকে নেতাজী এক্সপ্রেসে দুর্গাপুরে আসছিলেন। আর যে কামরায় উঠেছিলেন সেই কামরাতেই এসএসবির একটি ব্যাটেলিয়নের জওয়ানরাও ছিলেন। এরপর অভিযোগ উঠেছে যে, চলন্ত ট্রেনে ওই তরুণীর সাথে জওয়ান ধীরেন্দ্র কুমার মিশ্র অভব্য আচরণ করতে শুরু করেন।
এর পাশাপাশি মধ্যরাতেরবেলা দুর্গাপুরে স্টেশনে নামার সময় শ্লীলতাহানি করা হয়। এদিন সকালবেলা ওই নির্যাতিতা অণ্ডাল জিআরপিতে অভিযোগ দায়ের করলে রেল পুলিশের তৎপরতায় এসএসবির ওই অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করা হয়।