নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ বাড়ির সামনেই লনে একটি পরিবার শিশুদের নিয়ে খাওয়া-দাওয়া ও গল্পে মাতোয়ারা ছিলেন। আর আনন্দ করার জন্য আতসবাজি কিনে এনেছিলেন। কিন্তু সেই বাজি ফাটাতে গিয়ে পুরো পরিবারের প্রায় ঝলসে মৃত্যু হওয়ার উপক্রম হয়েছিল।
জানা গিয়েছে, লনে যেখানে সকলে বসে গল্প করছিলেন। তার ঠিক ১০ ফুট দূরে কয়েক জন আতসবাজি ফাটাচ্ছিলেন। তবে একটি রকেট বাজি ফাটানোর সময় ভয়াবহ বিপত্তি ঘটে। দেখা যায় ওই বাজিতে আগুন দেওয়ার পর সোজা আকাশের দিকে না গিয়ে মাটিতেই ফেটে সেই আগুনের ফুলকি ছিটকে লনে বসে থাকা শিশু এবং মহিলাদের দিকে ধেয়ে আসে।
এরপর মহিলারা বাচ্চাদের নিয়ে কোনো রকমে সেখান থেকে সরে যান। এদিকে লন থেকে প্রায় দশ হাত দূরে তাদের যে গাড়ি দাঁড় করানো ছিল সেই গাড়ির নীচে আতসবাজির একটি বাক্স রাখা ছিল। যার মধ্যে আগুনের ফুলকি ছিটকে পড়তে সেই বাজিগুলি একের পর এক ফাটতে শুরু করে। তারপর আগুনে সেই বাজিগুলি ছিটকে ছিটকে বের হচ্ছিল।
এরপরই দাউ দাউ করে গাড়ির পিছন দিকটায় আগুন ধরে যায়। এই ঘটনায় কেউ আহত না হলেও ঝলসে মৃত্যুর মতো পরিস্থিতি তৈরী হয়েছিল। তাই সবসময় আতসবাজি ফাটানোর সময় বার বারই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়। এই ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নেটিজেনরা আঁতকে ওঠে।