নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল সন্ধেবেলা পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানার জিয়াড়া গ্রামে তুলো ও বালাপোশ তৈরীর কারখানায় ভয়াবহ আগুন লাগলো। ফলে চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এমনকি মুহূর্তের মধ্যে গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুনের ফুলকি ও কুণ্ডলীকৃত ধোঁয়া দেখামাত্র দমকল বাহিনীর কাছে খবর দেম। এছাড়া প্রাথমিকভাবে নিজেরাই কাছাকাছি জলাশয় থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।
দমকল বাহিনী খবর পেয়ে তিনটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। কারখানায় অনেক দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটা সমস্যায় পড়তে হয়।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, শীতের সময় উৎপাদন বেশী হওয়ায় প্রচুর পরিমাণ কাঁচামাল রাখা হয়েছিল। কিন্তু এই অগ্নিকাণ্ডের জেরে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এরফলে বিহারের বেগুসরাইয়ের ব্যবসায়ী অর্থাৎ কারখানার মালিকের আর্থিকগত দিক থেকে প্রচুর ক্ষতি হয়।
তবে দমকল আধিকারিকদের প্রাথমিকভাবে অনুমান যে, শটসাকিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। আর এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পাশাপাশি কারখানায় কর্মরত বহু মানুষের জীবিকা অর্জন আপাতত বন্ধ হয়ে গেলো।