মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার আমডাঙায় খালের জল ক্রমাগত চাষের জমিতে ঢুকে পড়ায় চাষের প্রচণ্ড ক্ষতি হচ্ছে। আর এই কারণেই চাষীরা বিক্ষোভ দেখান।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, চাষবাসের ব্যাপক ক্ষতি হওয়ায় আমডাঙার চাষীরা একত্র হয়ে খাল সংস্কারের দাবী তুলে বিক্ষোভ শুরু করেছেন।
ক্ষুব্ধ চাষীরা জানিয়েছেন, “জমির মধ্যে জলের নীচে সব্জি রয়েছে। ধান ভাসছে। তাই চাষের জমির জল সরানোর জন্য বিডিও অফিসে এসে কৃষি আধিকারিককে মৌখিকভাবে জানানো হচ্ছে। কিন্তু দ্রুত পরিস্থিতি ঠিক না হলে কৃষি আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হবে”।