ব্যুরো নিউজঃ জাপানঃ গত মাসের পরে আবারও ভূমিকম্পে জাপানের উত্তর অংশ কেঁপে উঠল। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৭.২ ছিল। কম্পনের জেরে সেখানে সুনামি পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই জাপানের আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে।
জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যে প্রায় ৬ টা ৯ নাগাদ মিয়াগি অঞ্চলে প্রশান্ত মহাসাগরে ৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়। অনুমান করা হয় মিয়াগির দক্ষিণে ৪০০ কিলোমিটার দূরে টোকিওতেও কম্পন অনুভূত হয়েছে। প্রায় এক মিটার সুনামি ঢেউয়ের জন্য একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে।
ভূমিকম্পের পরই স্থানীয় প্রশাসন পারমাণবিক কেন্দ্রগুলির পরিস্থিতি পরিদর্শন করে। এরপর তোহোকু শিঙ্কানসেন বুলেট ট্রেন সহ অন্যান্য রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলেছে যে ফুকুশিমা দাইচি প্লান্ট, ওনগাওয়া পারমাণবিক কেন্দ্র ও বিভিন্ন ছোটো পরীক্ষামূলক পারমাণবিক চুল্লিগুলিতে অস্বাভাবিকতার কোনো খবর পাওয়া যায়নি।
যদিও এই ভূমিকম্পের ফলে শনিবার বিকেল পর্যন্ত মিয়াগিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত ২০১১ সালের ভূমিকম্পে ফুকুশিমার ডাই-ইচি বিদ্যুত্ কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছিল। সে বার এই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৯ ছিল।