ব্যুরো নিউজঃ ফ্রান্সঃ পুলিশের গুলিতে এক জন তরুণের মৃত্যুর ঘটনায় ক্রমেই উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফ্রান্সের রাস্তায় নতুন করে ৪৫ হাজার পুলিশ ও আধাসেনা মোতায়েন হয়েছে। যার মধ্যে শুধু প্যারিসেই পাঁচ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। আর পুরো দেশে সেনার পাশাপাশি রাস্তায় সাঁজোয়া গাড়িও নামানো হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাতেরবেলা ফ্রান্সে ছড়িয়ে পড়া হিংসার জেরে ৪৯২টি সরকারী ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় দু’হাজার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া প্রায় চার হাজার জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকি মার্সেই শহরের বৃহত্তম গ্রন্থাগারও পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনাটির ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, মঙ্গলবার প্যারিসে ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে পুলিশ ১৭ বছর বয়সী এক জন তরুণকে লক্ষ্য করে গুলি চালায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই দেশ জুড়ে হিংসা ছড়িয়ে পড়ছে। শত শত মানুষ সরকারের বিরুদ্ধে বর্ণবৈষম্য সহ একাধিক অভিযোগে রাস্তায় নেমেছেন। বহু দোকান জ্বলছে, ইমারত সহ বন্দুকের দোকানও লুট করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যে এই হিংসার ঘটনায় প্রায় নয়শো জনকে গ্রেফতার করা হয়েছে। আর প্রায় তিনশো জন পুলিশ আধিকারিক আহত হয়েছেন। প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ জানান যে, “দেশের বিক্ষোভকারীদের মধ্যে বেশীর ভাগই তরুণ প্রজন্ম। আর তাই নিজের সন্তানদের হিংসা থেকে দূরে রাখার জন্য অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন।”
Sponsored Ads
Display Your Ads Here