নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ সাতসকালেই অন্ধকারে ঢেকে গেল রাজধানী দিল্লি। আজ সকাল সকাল প্রবল কালবৈশাখী ঝড়ে দিল্লিবাসীর ঘুম ভাঙল। মুহূর্তের মধ্যেই ৯০ কিলোমিটার বেগে সেই ঝড়ে সমগ্র রাজধানী একেবারে টালমাটাল হয়ে পড়ে।
 
এদিন সকাল সাড়ে ৫ টা থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়েছিল। এরপর প্রায় এক ঘণ্টা পর সাড়ে ৬’টা নাগাদ মৌসম ভবন জানিয়ে দেয়, দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকায় ৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি কমপক্ষে আরো দু’ ঘণ্টা চলতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here 
এদিকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান চলাচল ব্যাহত হওয়ায় বিমান পরিবহণ সংস্থাগুলি যাত্রীদের বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার কথা টুইটের মাধ্যমে জানায়।
Sponsored Ads
Display Your Ads Here 
এছাড়া বিমানযাত্রীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে জানায়, যাত্রীরা যেন বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজেদের বিমানের রওনা হওয়ার সময় দেখে নেন।
Sponsored Ads
Display Your Ads Here 
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই দিল্লি তীব্র গরমের দাবদাহে ফুঁসছিল। এর মধ্যে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা রাজস্থানের উষ্ণতম শহর চুরুকেও ছাড়িয়ে ৪৯ ডিগ্রীতে পৌঁছেছিল। তবে এদিনের ঝড়-বৃষ্টি দিল্লিবাসীকে অনেকটাই কিছুটা স্বস্তি দিয়েছে।
 
				 
								 
															













