নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা জাতীয় যুদ্ধ স্মারকের শিখায় মিশে গেল। সেনা জওয়ানরা এই অগ্নিশিখাকে বহন করে আনেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে প্রয়াত সেনাদের স্মৃতিতে ইন্ডিয়া গেটের কাছে অমর জওয়ান জ্যোতির প্রতিষ্ঠা করেছিলেন। আর তখন থেকে এই অনির্বাণ শিখা জ্বলছিল।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নেন যে, ‘৪০০ মিটার দূরে জাতীয় যুদ্ধ স্মারকের অনির্বাণ শিখার সাথে অমর জওয়ান জ্যোতির সেই অনির্বাণ শিখা মিশিয়ে দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী সেনা বাহিনীর জওয়ানরা শিখা বহন করে যুদ্ধ স্মারকে এসে উভয় শিখাকে মিশিয়ে দেন।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও বিরোধীরা শহিদদের আত্মবলিদানের অমর্যাদা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে নানা মহল থেকে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here