অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কলা বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় বর্ষের এক পড়ুয়াকে হেনস্থার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রথম বর্ষে পড়ার সময় এক সহপাঠী অন্য বিভাগের ছাত্র নেতাদের হাতে র্যাগিংয়ের শিকার হন। আর ওই হেনস্থার জেরে সেই সহপাঠী হস্টেল ছাড়তে বাধ্য হন। যখন পরে হস্টেলে ফিরে আসেন তখনও হস্টেল কমিটির বৈঠকে ডেকে হেনস্থা করা হয়।
এরপর অভিযুক্ত ওই ছাত্র নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু অভিযোগ করার পরেও কোনোরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যার ফলে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়।
এই ঘটনায় উপাচার্য ও সহ-উপাচার্য নিজেদের মধ্যে বৈঠক করে জানিয়েছেন যে, “বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের এক জন করে শিক্ষক ও আধিকারিককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অভিযোগ খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে”।