নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ প্রেমের সম্পর্কে থেকেও অন্য এক যুবকের সাথে বন্ধুত্ব করার খেসারত হিসেবে দিল্লির উত্তম নগর এলাকায় প্রেমিকের হাতে প্রাণ হারাল প্রেমিকা। মৃত যুবতীর নাম শিলা। বয়স ২৩ বছর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শিলা অন্য এক জন যুবকের সাথে মেলামেশা শুরু করেন। অভিযুক্ত প্রেমিক অর্থাৎ ২৭ বছর বয়সী বিকাশ এই বিষয়টি জানতে পেরে শিলার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। দেখা হওয়ায় বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর একটি ব্লেড নিয়ে বিকাশ তার উপর হামলা চালায়।
এরপর শিলা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিকাশ ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে শিলার উপর চেপে বসে ব্লেড নিয়ে একাধিকবার আঘাত করে। তারপর তাকে আহত অবস্থায় দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই গুরুতর আহত অবস্থায় মারা যায়।
এই ঘটনায় শিলার মা পুলিশের কাছে বিকাশের নামে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগেও ওর নামে একাধিক অপরাধে যুক্ত থাকার অভিযোগ ছিল। গাড়ি চুরি সহ বেশ কয়েকটি অপরাধমূলক কাজেও যুক্ত ছিল এমনকি জেলও খেটেছিল।
কিন্তু ১২ ই মে গাজিয়াবাদের ডাসনা জেল থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়ি এসে শিলার সাথে যোগাযোগের চেষ্টা করলে শিলা ফোন ধরেনি। এই ঘটনায় মৃত শিলার পরিবারে শোকের ছায়া নেমে আসে।