গ্রামবাসীদের প্রচেষ্টায় উদ্ধার হলো খাদে পড়ে যাওয়া ট্রাক
নিজস্ব সংবাদদাতাঃ নাগাল্যান্ডঃ একসাথে থাকলে মানুষ যেকোনো কঠিন থেকে কঠিনতর কাজকে অতি সহজেই জয় করতে পারে। আর তার প্রমাণ মিলল নাগাল্যান্ডের একটি ঘটনায়। উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ডের এক গ্রামের একটি ট্রাক রাস্তা থেকে গড়িয়ে সোজা সেটি খাদে পড়ে গিয়েছিল। কিন্তু রাস্তাটি খুব সংকীর্ণ হওয়ার জন্য সেখানে ক্রেন বা ভারী যন্ত্র নিয়ে গিয়ে ট্রাকটিকে তোলা সম্ভব ছিল না। যার ফলে এই বিপদের মধ্যে গ্রামবাসীরাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
তারপরই গ্রামবাসীরা শুধুমাত্র দড়ি ও কয়েকটি বাঁশ নিয়ে ট্রাকের বিভিন্ন অংশে দড়ি বাঁধেন এবং কিছু বাঁশের ঠেকনা দিয়ে দেন। এভাবেই তারা এই বিশালাকারর ট্রাকটিকে খাদ থেকে টেনে তুললেন। কোনো প্রকার যন্ত্র বা ক্রেন ছাড়াই শতাধিক মানুষ এই অসাধ্য কাজটি সাধন করে ফেললেন। যার ফলে একটি বড়োসড়ো বিপদ থেকে রক্ষা পেলেন ট্রাক চালকও।