নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সম্মতিনগরের ডিহিপাড়ায় ছেলের হাতে খুন হলেন বাবা। মৃতের নাম আফজল শেখ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য শুরু হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দশ বছর থেকেই ছেলে আনারুল শেখ কিছুটা মানসিক ভারসাম্যহীন। গ্রীষ্ম, বর্ষা, শীত সব সময়ই ফ্যান চালিয়ে ঘুমোত। গতকাল নামাজ থেকে ফেরার পর আফজলবাবুর আনারুলের সাথে ফ্যান বন্ধ করা নিয়ে বচসা হয়। ওই সময় আচমকা আনারুল একটি কাঠের টুকরো দিয়ে বাবার মাথায় আঘাত করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর আফজলবাবুকে গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হলে কিছু ক্ষণের মধ্যেই মারা যান। তারপর আফজলবাবুর দেহ আফজলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় সমগ্র পরিবার জুড়ে শোকের ছায়া নেমে আসে।
Sponsored Ads
Display Your Ads Here
তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই ঘটনাটির তদন্ত শুরু করেছে। পাশাপাশি পরিবার সহ প্রতিবেশীদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here