নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমান শহরে এক শ্রেণীর রেশন ডিলার আধার লিঙ্কের নাম করে উপভোক্তাদের প্রতারণা ও হয়রানি করছে বলে খোদ তৃণমূলের আই এন টি টি ইউ সির জেলা সভাপতি ইফতিকার আহমেদ অভিযোগ করেন।
ইফতিকার আহমেদ জানান, “এই বর্ধমান শহরের রসিকপুর এলাকায় রেশন নিয়ে দুর্নীতি চলছে। এখানে তার নিজের পরিবারের রেশন কার্ড আছে। তার ভাই রেশন তুলতে এসে তিন মাস ধরে হয়রানির শিকার হচ্ছেন।
এছাড়াও রসিকপুর মেহেদিবাগানের গ্রাহকদের সাথে একই কান্ড ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন”। এমনকি দোকানে আধার লিঙ্কের নাম করে রেশন দেওয়া বন্ধ রাখছেন। দোকানে কোনো মজুত পণ্য তালিকাও নেই।
অন্যদিকে ডিলার কর্তৃপক্ষ রেশন ডিলারের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানালেন যে, “আধার লিঙ্ক না থাকলেও রেশন দেওয়া হচ্ছে। কিন্তু মোবাইলে ওটিপি যাওয়া নিয়ে একটা সমস্যা তৈরী হচ্ছে”।