নিজস্ব সংবাদদাতাঃ রানীগঞ্জঃ রানীগঞ্জের ৩৫ নম্বর ওয়ার্ড আলি নগর এলাকায় গৃহবধূকে আটকে রেখে চুরির ঘটনা ঘটলো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
গৃহকর্তা মোহাম্মদ শাহজাদ বলেন, “সোমবার তিনি ব্যবসার কাজে আসানসোলে গিয়েছিলেন। আর স্ত্রী বাড়িতে একাই ছিলেন। এরকম পরিস্থিতিতে স্ত্রীকে শোয়ার ঘরে দরজা বন্ধ করে চোরেরা মোবাইল, নগদ অর্থ সহ মূল্যবান সোনার গহনা চুরি করে পালিয়ে যায়”।
পরিবারের সদস্যরা দাবী করছেন যে, “এই চুরির ঘটনা এলাকায় মাদক আসক্ত ও জুয়াড়িদের হাত রয়েছে। অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই ধরনের ঘটনা ঘটাতে পারে”।
এরপর রানীগঞ্জ থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির ঘটনার তদন্ত খতিয়ে দেখতে শুরু করেছে।