নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের কানপুরের প্রাথমিক বিদ্যালয়ে ৯ বছর বয়সী পঞ্চম শ্রেণীর এক ছাত্র নামতা বলতে না পারায় ছাত্রের হাতে দেওয়ালে ছিদ্র করার ড্রিল চালিয়ে দিলেন শিক্ষক। যা দেখে রীতিমতো হতবাক অভিভাবক থেকে প্রশাসন সকলে।
সূত্রের ভিত্তিতে জানা যায়, ওই শিক্ষক বিদ্যালয়ের গ্রন্থাগারে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন তদারকি করছিলেন। সে সময় ওই ছাত্র গ্রন্থাগারের ভিতর দিয়ে যাওয়ার সময় তিনি দুইয়ের নামতা জিজ্ঞাসা করলে সে বলতে না পারায় ওই শিক্ষক রেগে গিয়ে বাম হাতে ড্রিল চালিয়ে শাস্তি দেন।
কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা এক জন ছাত্র ড্রিলের প্লাগটি টেনে খুলে দিলে রক্ষা পায় বাচ্চাটি। তবে হাতটি আহত হয়েছে। অন্য শিক্ষকরা জানতে পেরে গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এদিকে প্রাথমিক চিকিৎসার পর ওই ছাত্রটিকে বাড়ি পাঠিয়ে দেন। এদিন সে পরিবারের সদস্যদের পুরো বিষয়টি জানালে পরিবারের সদস্যরা বিদ্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের কাছে ক্ষোভ প্রকাশ করেন।
এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিকের (বিএসএ) কাছে অভিযোগ করলে ওই শিক্ষককে বহিষ্কার করা হয়। তদন্তের জন্য তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। এর পাশাপাশি প্রাথমিক শিক্ষা আধিকারিক সুরজিৎ ওই ছাত্রটির পরিবারের সাথেও দেখা করেন।